আজ : ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : সেপ্টেম্বর ৩, ২০২২

  • কোন মন্তব্য নেই

    দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল

    এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি অবতরণ করে।

    শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শেষ হয় বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) রাতেই। এর ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের উদ্দেশে হোটেল ছাড়ে টিম টাইগার্স। কয়েকজন বাদে সব ক্রিকেটারই দেশে ফিরেছেন একই ফ্লাইটে।

    এদিকে, বাংলাদেশ বিদায় নিলেও এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তান। পাকিস্তান-হংকংয়ের ম্যাচে জয় পেয়ে শেষ দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে গ্রুপ’ এ’র দল পাকিস্তান। এই গ্রুপ থেকে সবার আগে সুপার ফোর নিশ্চিত করে ভারত।

    ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার ফোরে যায় আফগানিস্তান। শ্রীলঙ্কা ও বাংলাদেশকে উড়িয়ে দিয়ে সেরা চারে খেলার টিকেট পায় তারা। বৃহস্পতিবার শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে এই গ্রুপের শ্রীলঙ্কাও।

    সুপার ফোরে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে খেলবে। যেটি শুরু হবে শনিবার (৩ সেপ্টেম্বর) থেকে। শারজায় প্রথম ম্যাচেই মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এর পরদিন রোববার মহারণে মাঠে নামবে ভারত ও পাকিস্তান। দুই ম্যাচেই প্রতিশোধের পরিকল্পনা নিয়ে মাঠে নামবে গ্রুপপর্বে হারা শ্রীলঙ্কা ও পাকিস্তান।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *