এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান বলেন, বিএনপি-জামায়াতের দেশবিরোধী ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা বিরুদ্ধে আলিয়ার হাটে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো পূর্বনির্ধারিত প্রতিবাদ সমাবেশ ডেকেছিল। কিন্তু বিএনপি সেখানে নাশকতা-নৈরাজ্যের ষড়যন্ত্র করতেই পাল্টা সমাবেশের আয়োজন করেছিল।
তোরণ ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে তৌহিদুর রহমান বলেন, বিএনপির তোরণ ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ সত্য নয়। খবরের শিরোনাম হওয়ার জন্য বিএনপির লোকজন নিজেরাই তোরণ ভাঙচুর করেছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তবে এখন কিচক বাজারে বিএনপি সমাবেশ করেছে। সেখানে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply