সরকার ও দলের আরেকটি সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সোমবার ভারতে গুরুত্বপূর্ণ সফরে যাচ্ছেন। জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২২ আগস্ট থেকে টানা ১০ দিন বিএনপির কর্মসূচি ছিল। কিন্তু তারা গত ২৯ আগস্ট আবার ঘোষণা দেয়, ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি চলবে।
এই সময়েই প্রধানমন্ত্রী ভারত সফরে থাকছেন। বিএনপির এই কর্মসূচির পেছনে ষড়যন্ত্র দেখছে সরকার। বিশেষ করে এসব কর্মসূচির মাধ্যমে বিএনপি হয়তো আন্তর্জাতিক বিশ্বকে দেখাতে চাইছে যে দেশে দলটির জনসমর্থন ব্যাপক। এ জন্য সরকার তাদের বিষয়ে সতর্ক।
এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, বিএনপি তো কর্মসূচির নামে পুলিশের ওপর হামলা শুরু করেছে। নৈরাজ্য সৃষ্টির সুযোগ তো দিতে পারে না সরকার। অনেক স্থানে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। কেউ তো বাধা দিচ্ছে না।
Leave a Reply